শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

চুনারুঘাটে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছোট্ট রহমান র‍্যাবের হাতে গ্রেফতার

লিটন পাঠান
  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে গণ-ধর্ষণ মামলার প্রধান আসামী ছোট্ট রহমানকে (৩৫) শায়েস্তাগঞ্জ বাহ্মণডোরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৯, গত শুক্রবার (২৪-ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সুচীউড়া গ্রামের জনৈক আহাদ মিয়ার বসতবাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট্ট রহমানকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ছোট্ট রহমান মাধবপুর উপজেলার পুড়াইখালা এলাকার বাসিন্দা মোঃ আজদু মিয়ার ছেলে। জানা যায় গত বছরের ১৯ আগষ্ট শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টার সময় শাহজিবাজার রেল ষ্টেশনের উত্তর-পূর্ব দিকে রঘুন্দন পাহাড়ে নির্জন স্থানে নিয়ে আসামীরা নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে এই ঘটনার নির্যাতিতা নিজে বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় গত বছরের ১২ সেপ্টেম্বর একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

তৎকালীন সময়ে চাঞ্চল্যকর এঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যপক আলোচনার ঝড় তুলে। এর পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-৯, সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি মোঃ ইকরামুল আহাদ এবং এএসপি গোলাম মোহাম্মদ’দের নেতৃত্বে রেবের একটি আভিযানিক দল ছোট্ট রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS