বিশ্বমঞ্চে ভারত ক্রমবর্ধমান একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক শক্তি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বার্তা সংস্থা এএনআইকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বিশ্বকে একদম স্পষ্টভাবে দেখাতে সক্ষম হয়েছি যে আমরা ব্যতিক্রমী আন্তর্জাতিক শক্তি; যার অর্থ আমরা অন্যদের জন্য কাজ করতে ইচ্ছুক। সম্ভবত বেশিরভাগ দেশই এখন এই পর্যায়ে রয়েছে।’
বৈশ্বিক বড় ইস্যুতে কথা বলতে গিয়ে ড. জয়শঙ্কর বলেন, আজ ভারতের বৈশ্বিক অবস্থান স্পষ্টতই অনেক বেশি উচ্চতর এবং বেশ শক্তিশালী। কৌশলগতভাবে, আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং কার্যক্রমে আরও অনেক স্পষ্টতা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, প্রত্যাশা হলো ভারতের একটি আওয়াজ থাকবে, একটি মতামত থাকবে, প্রয়োজনে আরও বেশি কিছু থাকতে পারে; এবং এটি জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদের বিরোধিতা, কালো অর্থ হতে পারে। আপনি যদি বড়টির দিকে তাকান তবে এটি হতে পারে সামুদ্রিক সুরক্ষা, এমনকি আজকের বাণিজ্য; ডোমেন, প্রযুক্তি বিনিয়োগ।’
‘ভ্যাকসিন মৈত্রী’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জয়শঙ্কর বলেন, আপনি যদি আমাকে গত দশ বছরে একটি একক কাজের কথা জিজ্ঞাসা করেন যা ভারত সম্পর্কে বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি তৈরি করেছে, তবে সেটি হলো ‘ভ্যাকসিন মৈত্রী’।
তিনি কোয়াড এবং অন্যদের মতো গ্রুপিংয়ে ভারতের অংশীদারত্বের বিষয়েও কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ওপরে উঠছে, ভালো চলছে। কেন আমাদের এত অংশীদারত্ব? কারণ আমরা অনেক মানুষকে সঙ্গে পাই। আমরা কীভাবে বিভিন্ন অংশীদারত্ব পরিচালনা করব যদি এটি জানতে চান তবে আমি বলব আমরা এটিতে দক্ষ।’
চীন প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বড় শক্তির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। চীনের বিষয়টি ব্যতিক্রম, কারণ সীমান্ত নিয়ে আমাদের একটি দৃষ্টিভঙ্গি ছিল, চীন সেই চুক্তি লঙ্ঘন করেছে। ফলস্বরূপ আমাদের একটি পাল্টা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। তবে সামগ্রিকভাবে বড় শক্তির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ইউরোপের সঙ্গে সম্পর্ক আমাদের এখন পর্যন্ত সেরা।
তিনি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের উদাহরণও দেন। জয়শঙ্কর বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অসাধারণভাবে স্থির ছিল এবং এটি বৈশ্বিক রাজনীতিতে সমস্ত অশান্তির মধ্যেও অবিচল ছিল।
জয়শঙ্কর সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেরও প্রশংসাও করেন, যার অধীনে বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বহুগুণ বেড়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply