তুরস্ক-সিরিয়া সীমান্তের ভূমিকম্পে মরদেহ উদ্ধারের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই মিলেছে সাড়ে ৪৩ হাজারের বেশি লাশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, শুধু তুরস্কেই প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু। তিনি জানান, দু’দেশে ভেঙে পড়েছে লাখের ওপর ঘরবাড়ি, স্থাপনা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। যেগুলোর নিচে এখনও চাপা পড়ে আছে বহু মরদেহ।
এদিকে, সিরিয়া বিদ্রোহী অধ্যুষিত এলাকা হওয়ায় এখনো বহু ধ্বংসাবশেষের কাছে পৌঁছাতেই পারেননি উদ্ধারকর্মীরা। দেশটিতে মরদেহ উদ্ধার হয়েছে ৭ হাজারের বেশি। ধারণা করা হচ্ছে, দ্বিগুণ হতে পারে সংখ্যাটি।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি দু’দেশের সীমান্তে অনুভূত হয় ৭ দশমিক ৮ মাত্রার কম্পন। এরপর কয়েক হাজার আফটারশক অনুভূত হয়েছে। সবশেষ সোমবার (২০ ফেব্রুয়ারি) ৬.৪ ও ৫.৮ মাত্রার দুটি ভূমিকম্পে নতুন করে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। তুরস্কের কর্তৃপক্ষ বলছে, গত সোমবার থেকে শনিবার পর্যন্ত ২ হাজারেরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভূমিকম্পের এ তীব্রতা মানব ইতিহাসে বিরল।
সূত্রঃ ডয়েচে ভেলে
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply