বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত-সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাত এবং এক শীর্ষস্থানীয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে সদর উপজেলার চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে একটি একনলা বন্দুক, দুটি দেশি পাইপগান, দুটি কার্তুজ, একটি পাইপ রেঞ্জ, একটি এলজি, একটি ছুরি, একটি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।   

গ্রেপ্তাররা হলেন— বেগমগঞ্জ উপজেলার কোয়ারীয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষস্থানীয় সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪), আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো. মানিক (৩০), চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণপাড়া এলাকার মো. ইউনুছের ছেলে মো. ইসমাইল (২৮), দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো. বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. নাজমুল (১৮)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। পুলিশ সুপার আরও জানান, অস্ত্র মামলার আসামি শীর্ষস্থানীয় সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্র ও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। 

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS