বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরিত ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়া হচ্ছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গভর্নর স্বাক্ষরিত এই নোট ইস্যু করা হবে। যা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
এতে আরও বলা হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১ হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply