আরও কমেছে পাকিস্তানের রিজার্ভ। হাতে আছে আর মাত্র ১৭ দিনের আমদানি ব্যয়। ৩ ফেব্রুয়ারি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের তথ্য অনুযায়ী, ভয়াবহ আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও ১৭ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ২৯০ কোটি ডলারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ’র কাছে অর্থ চেয়েছে পাকিস্তান। প্রতিশ্রুতিও দিয়েছে তারা তবে, অত্যধিক প্রয়োজনীয় আর্থিক ছাড় এখনও করা হয়নি। অর্থ ছাড়ে আইএমএফ বেশ কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে- স্থানীয় মুদ্রার জন্য বাজার নির্ধারিত বিনিময় হার ও জ্বালানি ভর্তুকি হ্রাস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বিনিময় হারের উপর একটি সীমা তুলে নিয়েছে এবং সরকার জ্বালানির দাম ১৬ শতাংশ বাড়িয়েছে।
আইএমএফের ঋণ পাকিস্তানের জন্য অন্যান্য উৎস থেকে ঋণ নেওয়া সহজ করবে। স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে রাখা হয়েছে। এদিকে, পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ৫৬০ কোটি ডলার। ফলে দেশের মোট নগদ বৈদেশিক রিজার্ভ দাড়িয়েছে ৮৫০ কোটি ডলারে।
পাকিস্তানের আর্থিক প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেড হিসাব করেছে, তাদের রিজার্ভ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন অবস্থায় আছে। এই রিজার্ভ দিয়ে দুই সপ্তাহের একটু বেশি আমদানি মূল্য পরিশোধ করা যাবে।
সূত্র: ডন
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply