দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১৫ জন এবং ঢাকার বাইরের ১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৭ জন।
অন্যদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০২ জন এবং ঢাকার বাইরের ৫৩ জন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply