মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

জৈন্তাপুরে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সিলেটের জৈন্তাপুরে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র জৈন্তাপুর উপজেলা কমিটির ২৫ সদস্য কমিটি ঘোষণা ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২৫ইং (রোববার) সন্ধ্যায় নবগঠিত জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার হলো জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার যা প্রত্যেক মানুষের মর্যাদা ও সমতার ভিত্তিতে জীবন যাপন করার জন্য অত্যাবশ্যকীয়। এর মধ্যে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকার, নির্যাতন থেকে মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা এবং কাজ ও শিক্ষার অধিকার। বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এখন আরো প্রকটভাবে অনুভূত হচ্ছে, যখন আমরা দেখছি যে, মানুষের অধিকারসমূহ আঞ্চলিক যুদ্ধ, সংঘাত, হানাহানির কারণে বার বার লংঘিত হচ্ছে। প্রথমত একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধিনস্তদের অধিকার রক্ষা করবে। রাষ্ট্র এবং আর্ন্তজাতিক প্রতিষ্ঠানসমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র সিলেট জেলা কমিটির সভাপতি   তোফায়েল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ব্যবস্থাপনা সম্পাদক নূরউদ্দিন রাসেল, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক  হাসান আহমদ।

অন্যান্যদের উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র জৈন্তাপুর উপজেলা কমিটির নবাগত সদস্যরা তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রব, অলিউর রহমান,মোঃ জহির উদ্দিন, মোমিন আহমদ নুরুল আমীন,আলা উদ্দিন আলাই, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদ, জামাল উদ্দিন, সুলতান আহমদ, শামসুল আলম, সহ সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নারী ও শিশু বিষয় সম্পাদিকা শায়লা আক্তার, অর্থ সম্পাদক মাশুক আহমদ,দপ্তর সম্পাদক ইলিয়াছ উদ্দীন, প্রচার ও প্রকশনা সম্পাদক রেজওয়ান করিম, নির্বাহী সদস্য- এখলাছ উদ্দিন, আজির উদ্দিন,আব্দুস শুকুর, মুজিবুর রহমান, বিলাল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS