মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, কর্তৃক ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আলালপুর সাকিনস্থ এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা রাস্তার উপর স্হাপনকৃত চেকপোস্টে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি নীল ও হলুদ রংয়ের পিকআপ চেকপোস্ট অতিক্রম করলে সিগনাল দিয়ে থামায়। ধৃত মাদককারবারিদের প্লাস্টিকের বস্তায় থাকা মালমালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন সন্তোষজনক উত্তর না দিলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। ধৃত মাদককারবারিগন ১। মোঃ আব্দুস সালাম (৪০) এবং ২। মোঃ আব্দুল হালিম (৩৫), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর’দ্বয়কে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশী করে ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদ, ০২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা।
ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় আলামত সহ ধৃত মাদককারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামী হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply