রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের অন্য কর্মকর্তারা।
সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে যান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।
এরপর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র-কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শুরু করেন তারা।
নির্বাচন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ মতবিনিময় সভায় আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি, গণসংযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
মতবিনিময় সভায় উপস্থিত আছেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহতাব উদ্দীন প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply