গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দুই কয়েদির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) এবং মাদারীপুরের শিবপুর উপজেলার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারি (৪২)।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, সকালে কয়েদি আবু বকর কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে বন্দি ছিলেন।
অপরদিকে, হাজতি খোকন বেপারি সকাল আনুমানিক সাড়ে ৮টায় কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাকেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি মাদকসহ পাঁচটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply