শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বিডিকম অনলাইন দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিঙ্গার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশনস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান- এর বিদায় হরিপুরে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে জবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

একাদশ সংসদের ১৯তম অধিবেশন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২১১ Time View

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আগামীকাল রোববার বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগষ্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে।

সংবিধান অনুযায়ি এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিকেবসন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে। সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

এর আগে গত ৩০ জুন সংসদের অষ্টাদশ এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। গত ৫ জুন থেকে শুরু হওয়া ওই অধিবেশনে গত ৯ জুন অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন। কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শ্লোগান শীর্ষক ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট পাস করা হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে ৪টি বিল পাস হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS