সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২১ জুলাই) সৌদি প্রেস এজেন্সি ক্রাউন প্রিন্সকে ফোন করার বিষয়টি নিশ্চিত করে।
আরব নিউজের এক প্রতিবেদন বলা হয়েছে, ফোনে মোহাম্মদ বিন সালমান ও ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলাপ করেছেন। এ সময় তারা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা উন্নয়নমূলক বিষয় নিয়েও আলোচনা করেন।
এদিকে, ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। তারা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।
অল্প সময়ের ব্যবধানে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বললেন পুতিন। চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন তেহরান সফর করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply