বাংলাদেশের বীমা খাতের উন্নয়নে বের হয়েছে হ্যালো বীমা কমিকস। বীমার ধারণা ও সুবিধাসমূহ সব বয়সের মানুষের মধ্যে আরো সহজবোধ্য করে তুলতে প্রথম হ্যালো বীমা কমিকস নিয়ে এসেছে মেটলাইফ বাংলাদেশ।
দেশের এখনো অনেক জনগোষ্ঠী বীমা সুরক্ষার বাইরে আছেন। এটা হয়ে থাকে জীবন বীমার প্রয়োজনীয়তা সম্পর্কে অসচেতনতা কিংবা প্রচলিত নানা ভুল ধারণার কারণে। বাংলা ভাষায় রচিত এই কমিকসের মাধ্যমে জীবন বীমা সম্পর্কিত ঐসব জনগোষ্ঠীর ধারণাসমূহের পরিবর্তন ঘটবে। সবাইকে বীমার মাধ্যমে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করার সুযোগ দেওয়ায় এর লক্ষ্য।
এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, বাংলাদেশের সব বয়সের মানুষের জন্য বীমাকে আরো প্রাণবন্ত ও সহজ করতেই আমরা হ্যালো বীমা কমিকসটি প্রকাশ করেছি। এই কমিকসটি বীমার অনেক সুবিধা সম্পর্কে জানার আরো একটি নতুন ক্ষেত্র উন্মোচন করলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply