ইমরান আল মাহমুদ,উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
রবিবার(২৬ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১টা থেকে ভোর পর্যন্ত ক্যাম্প-১৯ এ অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্হানরত চারজন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করে ৮ এপিবিএন সদস্যরা। গ্রেফতার চার রোহিঙ্গা হলো,ক্যাম্প-১৯ এর সি-১৪ ব্লকের মোহাম্মদ ফারুক (২৬),এ-১০ ব্লকের মোহাম্মদ রফিক (৪২),ডি-৮ ব্লকের সৈয়দ উল্লাহ (২৬) ও ক্যাম্প-১৩ এর এফ-১ ব্লকের মোহাম্মদ আব্দুল হাই(১৯)। এসময় তাদের থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply