সদ্য সমাপ্ত আসর বাদ দিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোট ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে ছয়টি দল ট্রফি জিতেছে। আর কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন মোট ৮জন। মজার ব্যাপার হচ্ছে তাদের সবাই বিদেশী।
আইপিএলের ১৫তম আসরে এসে প্রথম ভারতীয় কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন আশিষ নেহরা। সবমিলিয়ে তিনি নবম কোচ হিসেবে আইপিএলে ট্রফি জয়ের কীর্তি গড়েছেন। সেটাও আবার নিজের এবং দলের প্রথম আসরেই।
আইপিএলে এখনও পর্যন্ত কোচ হিসেবে ট্রফি জিতেছেন নয় জন। এই তালিকায় আছেন শেন ওয়ার্ন, ড্যারেন লেহম্যান, রিকি পন্টিং, ট্রেভর বেলিস, টম মুডি, স্টিফেন ফ্লেমিং, জন রাইট এবং মাহেলা জয়াবর্ধনে। তাদের মধ্যে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি স্টিফেন ফ্লেমিংয়ের দখলে।
সবগুলো ট্রফিই জিতেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মোট তিনবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করায় এই তালিকায় বেলিসের পরেই আছেন মাহেলা জয়াবর্ধনে।
এদিকে কোচ হিসেবে এবারের আইপিএল শিরোপা জিতে নেহরা আরও একটি রেকর্ড করেছেন। আইপিএলে ক্রিকেটার এবং কোচ উভয় ভূমিকায়ই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েছেন নেহরা। এই তালিকায় নেহরা ছাড়াও আছেন ওয়ার্ন, পন্টিং এবং লেহম্যান।
ওয়ার্ন রাজস্থান রয়্যালসের হয়ে, পন্টিং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, লেহম্যান ডেকান চার্জাসের হয়ে ক্রিকেটার এবং কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এক্ষেত্রে ব্যাতিক্রম নেহরা। তিনি সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন, আর কোচ হিসেবে ট্রফি জিতেছেন গুজরাট টাইটান্সের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply