
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতাদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইতালিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনে স্বজনপ্রীতি, অযোগ্যদের মূল্যায়ন এবং ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তুলে ধরেন বক্তারা।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রোমের স্পাইস অব ইন্ডিয়া রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে “উন্মুক্ত মঞ্চ” ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সিনিয়র সহ-সভাপতি জামাল সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ও বক্তারা সংগঠন পরিচালনায় বিক্রমপুর: রফিকুল ইসলাম বাবু সভাপতি মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম, জুয়েল খান সহ-সভাপতি মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম শাহজাহান কর্নেল সহ-সভাপতি বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম জালাল শহীদ সহ-সাধারণ সম্পাদক বিক্রমপুর মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম তানভীর সোহেল প্রচার সম্পাদক বিক্রমপুর মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সঞ্চালনায় ছিলেনগণতান্ত্রিক চর্চা, ত্যাগ ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সহ-সভাপতি সফিকুল সিকদার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আকন লিমন, সাংগঠনিক সম্পাদক লিখন মল্লিক, প্রচার সম্পাদক সুমন সরদার, সহ-সভাপতি বাইজিদ আলম মিরাজ মোল্লা ও প্যারিস মিয়া।
এছাড়া উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন নাসির খান, শামিম খান, মেহেদী হাসান সোহেল, সোহেল খান ও আরিফ বেপারী।
আলোচনায় অংশ নেন মুন্সিগঞ্জ বিক্রমপুর জাতীয়তাবাদী ফোরাম, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ফোরাম, কেরানীগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম, সিলেট জাতীয়তাবাদী ফোরাম এবং মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম ইতালির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কমিটি গঠন করলে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে। তারা দ্রুত স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি জানান।
আলোচনা সভা থেকে দলীয় ঐক্য সুসংহত করা, প্রবাসে বিএনপির ভাবমূর্তি রক্ষা এবং ভবিষ্যতের আন্দোলন- সংগ্রামকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে সাংগঠনিক সংস্কারের আহ্বান জানানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply