বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বদেশ প্রত্যাবর্তনে তারেক রহমানকে স্বাগত জানিয়েছে ডিবিএ ২৬ ডিসেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শেখ হাসিনার জন্মদিন পালন করা সহ বিভিন্ন মিছিল করে নাশোকতার মামলায় ছাত্রলীগ সভাপতি সুজন সহ গ্রেফতার ০৭ রাজিবপুর সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোট পরিচালিত বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার পথে মূল্যস্ফীতি ৭% ও জিডিপি প্রবৃদ্ধি ৫% ধরা হলো সংশোধিত বাজেটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ডিএমপির সতর্কতা ও নির্দেশনা শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার পথে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ঢাকার পথে রওয়ানা করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। ফ্লাইট রাডার টুয়েন্টিফোরের তথ্যমতে বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় গেলো রাত সোয়া ১২টায় দেশের উদ্দেশে রওয়ানা করেন তারেক রহমান।

সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে তারেক রহমান লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও সেখানে নামেননি। তার আগমন উপলক্ষ্যে এ বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাঁকে বরণ করে নিতে কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের আশপাশ পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে এলাকা।

সংবর্ধনাস্থলে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা অবস্থান নেবেন। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা ‘মা–মাটি ডাকছে, তারেক রহমান আসছে’সহ নানা স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।

তারেক রহমানকে এক নজর দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় জড়ো হয়েছেন। ভিড় ও যাতায়াতজনিত ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে রাজধানীতে চলে আসেন। সোমবার থেকে দলে দলে নেতাকর্মীরা ট্রেন, লঞ্চ, বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে ঢাকার পথে রওনা দেন। বুধবার রাতেও দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী মানুষের স্রোত অব্যাহত ছিল।

ঢাকায় পৌঁছে নেতাকর্মীরা সংবর্ধনাস্থল পরিদর্শন করে ছবি, সেলফি ও লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। বুধবার সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা-উপজেলা থেকে দলে দলে মানুষ ৩০০ ফিট এলাকায় অবস্থান নিতে শুরু করেন।

কুমিল্লা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, রংপুর, বগুড়া, বাগেরহাট, সাতক্ষীরা ও বরগুনাসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢাকায় আসার খবর পাওয়া গেছে। দলীয় সূত্র জানায়, শুধু বাগেরহাট ও সাতক্ষীরা জেলা থেকেই হাজার হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন। বরগুনা জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বাস ও লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। নেতাকর্মীদের এই ঢল ৩০০ ফিট এলাকাকে পরিণত করেছে এক বিশাল জনসমাবেশস্থলে।

গণসংবর্ধনাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠান সরাসরি দেখার জন্য একাধিক ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে এবং সড়কের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক।

দলীয় সূত্র জানায়, জনদুর্ভোগ কমাতে ছুটির দিনেই এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটির ঢাকায় অবতরণের কথা রয়েছে। গণসংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS