
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার ১২ ডিসেম্বর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা কোর্টমোর দোয়েল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোট ৭টি মোটরসাইকেল এর মধ্যে নিয়মবহির্ভূত চালানোর অভিযোগে ৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট তানভির আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, সড়ক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply