ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৩৯ লাখ ৩৫ হাজার ১৮৯টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ১৭ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৫৬ লাখ টাকা।
শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৩ লাখ ৪২ হাজার ২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, স্যালভো কেমিক্যাল, আরডি ফুড, আইপিডিসি ফিন্যান্স, বঙ্গজ, এসিআই ফরমুলেশন ও লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply