মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
আজ ৩০ নভেম্বর ২০২৫ রবিবার সকাল ৯.৩০ ঘটিকা নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে সেখানে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার পুলিশ অফিসের বিভিন্ন ডেস্ক ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
পুলিশ অফিস পরিদর্শন শেষে পুলিশ সুপার সকাল ১০:৪৫ মিনিটে পুলিশ লাইন্স পরিদর্শন করেন। সেখানে প্রথমে অস্ত্রাগারে তাঁকে “গার্ড অব অনার” প্রদান করা হয়। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং অফিসার ও ফোর্স এর সাথে পরিচিত হন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply