বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাজধানী ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস গত দুদিন ধরে পেটের অসুখে ভুগছেন। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জা আব্বাসের পারিবারিকসূত্রে জানা যায়, তাঁকে এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না।
এদিকে, বিএনপি স্হায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান সুস্থ হয়ে হাসপাতালে ভার্তি আছেন। চিকিৎসকের পরামর্শে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বিকেল ৪টায় বাসায় ফেরার কথা রয়েছে তাঁর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply