দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ অক্টোবর-১৬ অক্টোবর) দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা বা ২৬ দশমিক ৬৭ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ২০ দশমিক ৪৫ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের দর কমেছে ৩০ পয়সা বা ২০ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো ডেফোডিল কম্পিউটার্স, আইএসন, জেমিনি সী ফুড, বিআইএফসি, সি পার্ল, ফারইস্ট ফাইন্যান্স এবং অ্যারামিট লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply