মোঃ ইউসুফ আলি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাকজমকপর্ণ আয়োজনের মধ্যদিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফইনাল খেলা সর্ম্পণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় কারবাল মিনি ইস্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের ফইনাল খেলার উদ্ধোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে ফইনাল খেলা অনুষ্ঠানে সংগঠনের উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়কাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চৌধুরী তুলা,বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি ও ড্যাবের সাবেক মহাসচিব ডাঃ আব্দুস সালাম, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন , সম্পাদক আবুতাহের ও স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
খেলায় নিধারীত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ঠাকুরগাঁও সি এফ সি চাম্পিয়ন ও সৈয়দপুর ফুটবল একাডেমি রানার্স আপ হয়। বিজয়য়ীদের মাঝে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন চ্যাম্পিয়ন প্রাইজমানি ৭৫ হাজার টাকা ও রানার্স আপ দের ৫০ হাজার টাকা প্রাইজমানি তুলেদেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply