শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দরপতনে কমেছে ৩০৩ টি কোম্পানির লেনদেন খান ব্রাদার্স লেনদেনের শীর্ষে ইউসিবি দর বৃদ্ধির শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড দরপতনের শীর্ষে জীবননগর সীমান্তে ফেন্সিডিলসহ যুবক আটক চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন: শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির নির্দেশনা ইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ছাত্রছাত্রীদের এআই শেখাতে এগিয়ে আসলো রবি ও টেন মিনিট স্কুল ইউনিয়ন ব্যাংকের আমানত হিসাব ও সঞ্চয় প্রকল্পে আপনাকে স্বাগতম শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

টেলিফটো ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্সের সাথে আলোচনায় ভিভো ভি৬০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৫: দেশজুড়ে পাওয়া যাচ্ছে ভিভো ভি সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, টেলিফটো ওয়েডিং পোট্রেট, এআই ফোর সিজন আর ইক্যুয়াল ডেপথ কোয়াড কার্ভড স্ক্রিন নিয়ে ইতোমধ্যেই ভি৬০ মন জয় করে নিয়েছে স্মার্টফোনপ্রেমীদের। ০৭ সেপ্টেম্বর থেকে ভিভোর যেকোনো অথোরইজড শো রুমে মিলবে ভিভোর নতুন ভি৬০।

স্মার্টফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ভি সিরিজে এই প্রথম এত বড় ক্যাপাসিটির ব্যাটারি নিয়ে এসেছে ভিভো। সাথে দ্রুত চার্জিং এর জন্য থাকছে ৯০ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধা। দিনহোক বা রাত, থার্ড জেনারেশন সিলিকন কার্বন অ্যানোড টেকনোলজি দেয় সারাদিনের ব্যাকাপ। আর মাত্র ১০ মিনিট চার্জেই কথা বলা যাবে ঘণ্টার পর ঘণ্টা। এছাড়াও,২২ ঘন্টা পর্যন্ত স্ট্রিমিং অথবা ১০ ঘন্টা পর্যন্ত গেমিং করতে সক্ষম এক চার্জেই।

ভিভো ভি৬০-তে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট, যা ২৭% দ্রুততর প্রসেসর এবং ৩০% শক্তিশালী গ্রাফিক্স সহ হেভি গেমিং ও মাল্টিটাস্কিং সহজেই সামলে নেয়। আল্ট্রা লার্জ ভিসি স্মার্ট কুলিং সিস্টেম সহজে গরম হতে দেয় না ফোনটিকে। ১২ জিবি র‍্যামের সঙ্গে ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম এবং ২৫৬ জিবি রম থাকায় ব্যবহার হবে সুপার ফাস্ট।

ফোনটির প্রধান আকর্ষণ এর শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ—৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা। সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। স্টেজ পোর্ট্রেট মোড কনসার্ট, রোডশো বা স্টেজ পারফরম্যান্সের মুহূর্ত তীক্ষ্ণভাবে ধারণ করে, আর টেলিফটো ওয়েডিং মোডে ৮৫–১০০ মিমি লেন্সে বর-কনের আবেগঘন মুহূর্ত ধরা যায় নিখুঁতভাবে ।এছাড়াও, ভিভোর এআই স্টুডিওর নতুন ফোর সিজন পোর্ট্রেট মোড হয়ে উঠেছে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড— তিনটি রঙে ভিভো ভি৬০ মন কেড়েছে সবার। এর- ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ইক্যুয়াল কোয়াড কার্ভড ডিসপ্লে প্রতিটি রঙের সৌন্দর্য বাড়ায় আরও দ্বিগুণ।

ভি সিরিজের সবচেয়ে ড্রপ-রেসিস্ট্যান্ট ফোন ভিভো ভি৬০। ডায়মন্ড শিল্ড গ্লাস, শক্তিশালী কুশনিং স্ট্রাকচার এবং
আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংস থাকায় ধুলোবালি বা যেকোনো অ্যাক্সিডেন্টাল ড্রপেও নিশ্চিত করে সম্পূর্ণ সুরক্ষা।

প্রফেশনাল ফটোগ্রাফি, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের ভিভো ভি৬০-এর মূল্য মাত্র ৬৪,৯৯৯ টাকা। ফোনটি কিনলেই সৌভাগ্যবান বিজয়ী পাবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ অথবা এক্সক্লুসিভ গিফট প্যাক। ০৭–১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভিভোর অফিসিয়াল ই-স্টোর বা যে কোনো অথোরাইজড শপ থেকে ভিভো ভি৬০ কিনে উপভোগ করা যাবে অফারগুলো ।

ভিভো প্রসঙ্গে,

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট
সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির
উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS