দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। সেই সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৪০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮১ টির, কমেছে ৮৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩১ টি কোম্পানির বাজারদর।
লেনদেনের শীর্ষে রেনাটা লিমিটেড
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনাটা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১১ লাখ টাকার।
আর ২১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিকন ফার্মা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসি, বীচ হ্যাচারি, সিনোবাংলা, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, মালেক স্পিনিং এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS