পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট পিএলসির রাইট শেয়ার ইস্যুর পূঃবিবেচনার আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত জুন মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব নাকচ করে দেয়। এরপর কনফিডেন্স সিমেন্ট পিএলসি ওই আবেদন পুনঃবিবেচনা করার জন্য বিএসইসির কাছে আবেদন জানায়। এবার এ আবেদনও নাকচ হয়ে গেল।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কনফিডেন্স সিমেন্ট পিএলসি বাজার থেকে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলন করতে চেয়েছিল। রাইট অফারে প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৩৫ টাকা প্রিমিয়ামসহ ৪৫ টাকা দরে বিক্রির প্রস্তাব রাখা হয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS