বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

ফেডারেল ইনস্যুরেন্সের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ১৪ আগস্ট ২০২৫ তারিখে ফেডারেল ইনস্যুরেন্স পিএলসি’র ৩৭তম বার্ষিক সাধারণ হাইব্রিড সিস্টেমে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিবি ভবন (২য় তলা), ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০ এ কোম্পানীর চেয়ারম্যান জনাব এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ মাহাফুজুর রহমান, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এফসিএ, পরিচালক মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক বেগম আবেদা আকতার, বিকল্প পরিচালক সৈয়দ আমজাদ হোসেন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, আর্থিক প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চেয়ারম্যান বলেন, ্য়ঁড়ঃ;গ্রাহক সেবার মান বজায় রাখা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা দেশের বীমা খাতে আরও শক্ত অবস্থান তৈরি করতে চাই।্য়ঁড়ঃ; শেয়ারহোল্ডারগণ ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধ, দেশের রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী বৈষিক মন্দার প্রভাব সত্তে¡ও কোম্পানীর পারফরম্যান্স ও ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্থিক ফলাফল ও সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে আবরারুল হক ও হাসিনা বানু পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS