বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার (০৮ মে) তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ দুপুর ১টা ২০ মিনিটে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টারে) তাকে ঢাকার আনা হয়। এসময় মন্ত্রীর সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে তার ছেলে রাকিবুজ্জামান রাকিবসহ পরিবারের সদস্যরা ছিলেন।
শনিবার রাতে নিজ গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অ্যাম্বুলেন্সে করে রাত আড়াইটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে ভর্তি করা হয়। তিনি সিসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply