বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে দুবাইতে শুরু হলো এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ দুবাইতে আরম্ভ হলো এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী ‘ওরা এগারো জন’। বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন ১১ জন বাংলাদেশী শিল্পী যারা বাংলাদেশের শিল্পকর্ম বিশ্ব দরবারে তুলে ধরবেন।

গত ২৬ এপ্রিল বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ে মেটা গ্যারেজ ও মেটা ময়নার সহযোগিতায় মাসব্যাপী এই প্রদর্শনীটির আয়োজন করে৷ আয়োজনের প্রথম দিনে সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন অ্যালায়েন্স ফ্রানসাইজ অব দুবাইয়ের ডিরেক্টর সেইড নোরিন।

ওরা এগারো জন নামক এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন নীহারিকা মমতাজ। এছাড়া এই আয়োজনের সহ-কিউরেটর হিসেবে রয়েছেন ভেনাস হোসেন। বাংলাদেশের শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। প্রদর্শনীতে থাকা ২৪ টি ছবির মধ্যে ১২টিতে অগমেন্টেড রিয়েলিটির প্রয়োগ করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর প্রথম দিনে ১২টি এনএফটি চালু করা হয়েছে।

আয়োজনের প্রথম দিনে বাংলাদেশী এবং বিদেশী দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে উৎসবস্থল। বিদেশী দর্শনার্থীরা বাংলাদেশী সাংস্কৃতিক কর্মগুলো ঘুরে দেখেন এবং এদেশের সমৃদ্ধ শিল্পকর্ম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া প্রদর্শনীতে আসা বাংলাদেশী দর্শনার্থীদের মাঝে ছিল একটি বাড়তি আমেজ। বিদেশের মাটিতে বসে দেশের শিল্পকর্ম দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।

বাংলাদেশ আর্ট উইকের প্রতিষ্ঠাতা এবং  প্রদর্শনীটির কিউরেটর নীহারিকা মমতাজ জানান, “আমার সবসময় স্বপ্ন ছিল বাংলাদেশী শিল্পকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরব। সেই আগ্রহ থেকেই এমন একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছি। প্রদর্শনীটি আয়োজন করতে গিয়ে সবার কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি৷ এটি আমার কাছে নিঃসন্দেহে একটি বড় অর্জন। বাংলাদেশী শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দের।”

এই প্রদর্শনীতে অংশগ্রহকারী ১১ জন শিল্পী হলেন- অর্পিতা সিং রূপা, আজিজি ফাওমী খান, বুবলি বর্ণা, ফারাহ নাজ মুন, ফারজানা আহমেদ উর্মি, ফারজানা রহমান ববি, হাসুরা আকতার রুমকি, মাহমুদা সিদ্দিকা, মনিদীপা দাস গুপ্ত, মনন মুনতাকা এবং তামান্না লিজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS