নিজস্ব প্রতিবেদকঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে গঠিত সরকার ও উপদেষ্টাদেরকে প্রশ্নবিদ্ধ করা ভুল। শিক্ষার্থীদের এই ভুলের কারণে দেশ-বিদেশের ষড়যন্ত্রকারীরা আবারো সুযোগ পাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করতে।
২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নতুনধারা আয়োজিত পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, নির্মমতার বিরুদ্ধে নতুনধারা বাংলাদেশ এনডিবি ১২ বছর ধরে রাজপথে সোচ্চার আছে, আন্দোলন করছে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে। এসময় মোমিন মেহেদী আরো বলেন, অর্থনীতিকে শক্তিশালীর করার লক্ষ্যে আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন।
বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করলেও এখন নতুন করে আলোচনার মধ্য দিয়ে সমাধানের পথে না হেঁটে নব্য ফ্যাসিস্টদের জন্ম নিজেরাই দিচ্ছে মব, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে। এই ভুলগুলোকে শুধরে না নিয়ে নতুন দল নিয়ে ব্যস্ত থাকায় আমজনতা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সভায় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার আল্লামা আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply