মহান ভাষা আন্দোলনের অন্যতম সিপাহসালার অলি আহাদের প্রতিষ্ঠিত দল ডেমোক্রেটিক লীগ-ডিএল এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পার্টির নির্বাহী সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হবে।
২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার ডিএল এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস আজ এক যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য দেশবাসীসহ ডিএলএর নেতাকর্মীদেরকে আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালে আমাদের নেতা ভাষা আন্দোলনের সিপাহসালার ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বীর অলি আহাদ দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ডিএল এর সৃষ্টি করেছিলেন। তার সৃষ্টি ডিএল বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র রক্ষায় আপোষহীনভাবে সংগ্রাম করে যাচ্ছে। ভাষা আন্দোলন এলেই আমরা আমাদের নেতাকে দেশবাসী স্মরণ করে। আমরা বিশ্বাস করি তিনি ছিলেন বাংলাদেশের সম্পদ ও অহংকার। আগামী বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিএল এর নেতৃবৃন্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply