নিজস্ব প্রতিবেদকঃ ৮ ফেব্রুয়ারি রোজ শনিবার বেলা ১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আ ব ম মোস্তফা আমীন সহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ নাসির উদ্দীন, উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এ এ এম ফয়েজ হোসেন, ভূমিহীন নেতা সামিউল আলম রাসু, আক্তার হোসেন, মুকুল হোসেন, হানিফ বাংলাদেশীসহ অনেক।
মানববন্ধন বক্তারা বলেন, আ ব ম মোস্তফা আমীন একজন সৎ সমাজ নিবেদিত মানুষ। তিনি আজীবন শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন। গত ২০২১ সালে বিদেশ থেকে পাচারকৃত টাকা ফেরত এনে পুঁজিহীন মানুষের মাঝে সহজ শর্তে সহজ কিস্তিতে ঋণ দিতে সংসদে একটা আইন পাশেন জন্য আন্দোলন করছেন। অহিংস গণঅভ্যুত্থান নামে সংগঠন করে সারাদেশে ১ কোটি মানুষের গণস্বাক্ষর নিয়েছেন। ২০২২ সালে রংপুরের পীরগন্জে সমাবেশ করতে গেলে আওয়ামীলীগ তাকে গ্রেফতার করে। গত ১৮ আগষ্ট শাহবাগে সমাবেশ করে অন্তর্বর্তী সরকারে কাছে আইন পাশের জন্য স্মারকলিপি দিয়েছেন। গত ২৫ নবেম্বর শাহাবাগ মোড়ে আরেকটা সমাবেশ করার জন্য পুলিশ থেকে অনুমোদন নিয়েছেন। কিন্তু ২৪ তারিখ রাতে পুলিশ সমাবেশ না করার জন্য নিষেধ করে দিয়েছেন। কিন্তু তখন সারাদেশ থেকে আগত মানুষকে নিষেধ করা সম্ভব হয়নি ২৫ তারিখ সকাল বেলা নারী পুরুষ যারা শাহাবাগে এসেছে সবাই পিটিয়ে আহত করা হয়েছে। মোস্তফা আমীনকে ২৪ তারিখ রাতে উনার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। সারাদেশে অসংখ্য সংগঠকে গ্রেফতার করা হয়েছে। বক্তারা বলেন মোস্তফা আমীন টাকা পাচারের বিরুদ্ধে আন্দোলন করছে তাকে অন্তর্বর্তী সরকার পুরস্কৃত করা কথা কিন্তু তাকে আওয়ামীলীগের দোসর অখ্যা দিয়ে উনার মত একজন সম্মানীতে মানুষের চরিত্র হনন করা হয়েছে।
বক্তারা অবিলম্বে মোস্তফা আমীনসহ গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply