নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি ভারত বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে বাংলাদেশের পতাকা ছিড়ে ফেলা এটা বাংলাদেশের জন্য বিশেষ ভাবে অপমানজনক। ভারতের এমন কাজকে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লোড আনলোড (কুলি) শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ অটোমেটিক রাইচ মিলস চাতাল কল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ সংযুক্ত ক্ষেতমজুর সমিতি গভীর নিন্দা ও প্রতিবাদ জানায়।
উল্লেখিত ফেডারেশনগুলোর পক্ষে শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী ভারত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সহযোগিতায় সম্প্রতি যে ষড়যন্ত্রে নেমেছে সে বিষয়ে ভারতকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ দেশের স্বার্থে দলমত নির্বিশেষে যে কোন সময় ঐক্যবদ্ধ হতে পারে। আর ঐক্যবদ্ধ হয়ে জীবন বাজি রাখতে দ্বিধা বোধ করবে না। বাংলাদেশী মানুষের অতীত ইতিহাস তাই বলে।
ফেডারেশনগুলোর শ্রমিক নেতা ভারতকে সতর্ক করে বলেন, অবিলম্বে ভারতকে তাদের এহেন ঘৃণ্য কাজের জন্য রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইতে হবে। আর মমতা ব্যানার্জী ও শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে নয় প্রতিনিয়ত আপনার দেশের ভেতর সংখ্যালুঘ নির্যাতন হচ্ছে, বিনা কারণে মুসলমানদের গুলি করে মেরে ফেলা হচ্ছে, ঐতিহাসিক মসজিদগুলোর স্থানে মন্দির দাবি করা হচ্ছে, হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে রাজনীতি হচ্ছে। আপনারা নজিরবিহীন ভাবে আমাদের দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন। এ অবস্থায় ভারতে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে মিথ্যা না রটিয়ে কিভানে নিজের দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা যায়, কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে কাজ করুন।
মোহাম্মদ বজলুর রহমান বাবলু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে পোশাক শিল্পসহ বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত সেক্টরে অবৈধভাবে বিদেশী শ্রমিক থাকলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দেশের কর্মহীন লোকদের কাজের পরিবেশ তৈরী করে দেওয়া হোক।
তিনি আরো বলেন, ভারতের এমন কর্মকান্ড যদি সামনের দিনেও অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ থেকে সকল ভারতীয়দের বিদায় দিয়ে ভারত বয়কটের ডাক দিতে হবে। আর এটা করতে দেশের শ্রমিক কৃষক মেহনতী মানুষ যে কোন ত্যাগ স্বীকার করে সরকারের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রস্তুত আছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply