নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩১/১০/২০২৪ইং সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ঢাকার কাফরুলের কৃতি সন্তান সৈয়দ মুহাম্মদ ইকবাল সোহেল।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন’র কেন্দ্রীয় আহ্বায়ক এম. জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব ইঞ্জি. মোফাজ্জল হোসেন হৃদয় স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
এ সময় নেতৃবৃন্দ প্রত্যাশা করেন সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক তাঁর উপর অর্পিত দায়—দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং সংগঠনে সক্রিয় থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply