বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য কমাতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম এ আলীম সরকার ২২ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, নানা কারণে গত তিন-চার বছরের মধ্যে ক্রমাগত নিত্যপ্রয়োজীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়ে চলছে। দেশের মানুষ তাদের খাদ্যপণ্য ক্রয়ে একেবারেই অসমর্থ। এর ফলে দেশের অন্তত এক-তৃতীয়াংশ  মানুষ অনাহারে অর্ধাহারে আছে। অনেক মানুষ এখন খাদ্যের অভাবে ঘাসপাত খেয়ে ক্ষুদা নিবৃত্তির চেষ্টা করছে। দেশে এক ধরনের  দুর্ভিক্ষ চলছে।

 এই বাস্তবতার প্রতি আমরা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামন্ডলীর সদস্যদের প্রতি আমাদের আহ্বান,  এই সমস্যার প্রতি পরিপূর্ণ গুরুত্ব দিয়ে অবস্থার উন্নতি সাধনে মনোযোগী দেন এবং অবস্থার উন্নতি সাধন করেন। দেশের ধনিক-বনিকদেরও এব্যাপারে সহযোগিতার হাতও প্রসারিত করা উচিত। আগামী নির্বাচনের জন্য- উন্নত পরিবেশ সৃষ্টি যেমন গুরুত্বপূর্ণ তেমনি দ্রব্যমূল্য কমানো এবং নিয়ন্ত্রণের মধ্যে রাখা সরকারের একান্ত কর্তব্য। আমরা সর্বজনীন কল্যাণ কামনা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS