পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিদেশযাত্রার যোগ শুভ। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। অনিয়ন্ত্রিত রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে। উত্তেজিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিবেন না। আর্থিক সচ্ছলতা ফিরে পাবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): ব্যবসায়িক বিষয়ে সজাগ থাকুন। পারিবারিক সম্পর্ক ভালো যাবে। দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সুনাম বাড়বে। রাগ বা জেদের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। ভ্রমণ শুভ।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): ঝুঁকিপূর্ণ কোনো যাত্রা করবেন না। প্রেমের ব্যাপারে স্বাভাবিক থাকার চেষ্টা করুন। উত্তেজনাপূর্ণ কথাবার্তা থেকে দূরে থাকুন। ভ্রমণে সতর্ক থাকুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আপনার ব্যক্তিত্ব ও ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হবেন। এ সপ্তাহে আপনার কর্মস্পৃহা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। ভ্রমণ শুভ।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সপ্তাহের শুরুতে দূর যাত্রার সুযোগ পেতে পারেন। পেশাগত উৎকর্ষতা বাড়বে। সামাজিক যোগাযোগ বাড়বে। এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য অনুকূল সময়। ব্যবসা বাণিজ্যে লোকসান হতে পারে। নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করুন।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): উচ্চশিক্ষা বিষয়ে ভালো সংবাদ পাবেন। দ্বিধাদ্বন্দ্ব বাড়বে। ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে নানামুখী চাপে থাকতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। অপ্রত্যাশিত কারণে আর্থিক ক্ষতি হতে পারে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে নানামুখি চাপের সম্মুখীন হতে পারেন। পারিবারিক ও বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পাড়া প্রতিবেশীর সহযোগিতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি হবে। নতুন কোনো কাজের পরিকল্পনায় সাফল্য লাভ করবেন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ তৈরি হবে। বিনিয়োগের জন্য ভালো সময়।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): এ সপ্তাহে আপনি পেশাগত কাজে সফলতা পাবেন। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ অগ্রগতি হবে। দাম্পত্য জীবন খুবই ভালো যাবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। পারিবারিক দুশ্চিন্তা পূর্বের তুলনায় কমে যাবে। যানবাহনে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হবে। প্রেমের ক্ষেত্রে আপনার কিছুটা সতর্ক হতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): স্থাবর সম্পত্তি লাভের সুযোগ আসবে। মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন।নেতিবাচক পরিবেশ থেকে নিজকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ব্যবসায়িক যোগাযোগ শুভ। আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ভ্রমণ শুভ। পেশাগত উন্নতির জন্য আরো মনোযোগী হোন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply