পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পদ মূল্যের পরিমাণ ৮১ কোটি ৪২ লাখ টাকার বেশি বেড়েছে। কোম্পানিটির সম্পদ পুনর্মূল্যায়ন করার পর এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নিরীক্ষক প্রতিষ্ঠান এ. কাশেম অ্যান্ড কো. অলটেক্স ইন্ডাস্ট্রিজের ভূমি ও ভূমি উন্নয়ন পুনর্মূল্যায়ন করেছে। তাতে কোম্পানিটির জমি সংক্রান্ত সম্পদমূল্য ১৩৭ কোটি ৩৯ লাখ ৭ হাজার ৭৩ টাকা থেকে ২১৮ কোটি ৮২ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ পুনর্মূল্যায়নের পর কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৮১ কোটি ৪২ লাখ ৯২ হাজার ৯২৭ টাকা।
বেড়ে যাওয়া সম্পদ মূল্য অলটেক্স ইন্ডাস্ট্রিজের নেট অ্যাসেট ভ্যালুতে (এনএভি) যোগ হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply