স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি হাবিবুর রহমান হবির প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক দোয়া ও স্মরণ সভা করা হয়।
আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের চর পূর্ব কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু ও গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নুরুল আজাদ মন্ডল।
উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আহসান হাবিবের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া, উড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সাইরুদ্দিন মিয়া, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মিলন মিয়া, ফুলছড়ি উপজেলা কৃষকদলের সভাপতি আজাদুল ইসলাম, উপজেলা মৎসজীবী দলের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সরকার, সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম নয়ন, উড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজা মিয়া, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, আতিয়ার মিয়া, মোসাদ্দেক হোসেন, ফুলছড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুল হোসেন, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়া নিজাম সৌরভ, উদাখালী ছাত্রদলের সাধারন সম্পাদক রায়হান মাহমুদ রাহুল, উড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন জীবন ও মুকুল হোসেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply