শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় সাবেক এমপিসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-০২ সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এবং শাহ সারোয়ার কবিরসহ ১১৪ জনের বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলার জন্য মামলা দেয়া হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয়ের আসামি করা হয়েছে দু’শ থেকে আড়াইশ জনকে।

সোমবার (২৬ আগস্ট) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

এ দিন গাইবান্ধা জেলার বিএনপির দফতর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে জাতীয় সংসদের সাবেক হুইপ, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ ১১৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান।

মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট বিকেলে জেলা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালা, দরজা-জানালা, ভেতরের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এছাড়াও তারা ভাঙচুর করা আসবাব কার্যালয়ের বাইরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS