বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও একটি মামলা হয়েছে।
রোববার (১৮ আগস্ট) দুপুরে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেছেন।
মামলায় পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল-মামুন চৌধুরী, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন, শিক্ষক ও ছাত্রলীগ নেতাসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী রমজান আলী রমজান আলী বলেন, ‘মামলায় রাজনৈতিক ব্যক্তিদের আসামি করা হয়নি। আসামিদের তালিকায় বেশিরভাগই পুলিশ। এ ছাড়া, অজ্ঞাত আসামি রয়েছে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply