গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় চলা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হলেও শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর পর আগের যেকোনো সময়ের চেয়ে এখন চুক্তি সইয়ের খুব, খুব কাছাকাছি পৌঁছেছে।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তবে ইসরাইল-গাজার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে মধ্যপ্রাচ্যের কোনো পক্ষের বাঁধা দেয়া উচিত না।’
শুক্রবার কাতারের দোহায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসে ইসরাইল-গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এ বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমরা এখনও দুই দেশের যুদ্ধবিরতির চুক্তি সফল করতে পারিনি। তবে এ চুক্তির অনেক, অনেক কাছাকাছি।’
দোহায় গাজা উপত্যকার যুদ্ধবিরতির বৈঠকে ওয়াশিংটন একটি নতুন প্রস্তাব পেশ করেছে। যুক্তরাষ্ট্রের আগের দেয়া প্রস্তাবের ওপর ভিত্তি করেই ওই প্রস্তাব দেয়া হয়েছে। মধ্যস্থতাকারীরা নতুন প্রস্তাবের ওপর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন প্রস্তাবের মধ্য দিয়ে বেসামরিকদের জীবন বাঁচানো, গাজার জনগণের জন্য ত্রাণ ব্যবস্থা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পথ তৈরি হচ্ছে।’
তবে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইজ্জাত আল-রিশক বলেন, ইসরাইল আগের আলোচনায় ‘যেসব চুক্তিতে সম্মত হয়েছিল তা এখন আর মেনে চলছে না।’
আগামী সপ্তাহে কায়রোতে আবারও মধ্যস্থতাকারীরা আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply