শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ১০০ Time View

বরিশাল প্রতিনিধি : লালমোহনে পেট জোড়া লাগানো দুই যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামের এক প্রসূতি। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপাচারের (সিজারিয়ান) মাধ্যমে এ দুই শিশুর জন্ম হয়। মিতু বেগম উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের ফকির বাড়ির রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী।

জোড়া লাগানো দুই শিশুকে দেখতে বিভিন্ন ফল ও সন্তানসহ বাবা-মায়ের জন্য পোষাক কিনে ক্লিনিকে যান উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এসময় তিনি চিকিৎসার জন্য ঢাকা নিতে প্রয়োজনীয় খরচ বহন করেন। বুধবার দুপুরে দুই শিশুকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে এলাকা থেকে রওয়ানা করা হয়েছে।

শিশু দু’জনের অস্ত্রোপচার করেন সার্জন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান। ডা: মুমতাহিনা হক জিম জানান, মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসে স্বামী বিল্লাল। নরমাল ডেলিভারি করাতে কিছুটা ঝুঁকি দেখে তার সিজারিয়ান অপারেশন করা হয়। বাচ্চা দুইজন জোড়া লাগানো অবস্থায় আছে। বাচ্চা ও মা দুইজনই সুস্থ আছে।

এ ধরণের শিশু জন্ম একটা রেয়ার ঘটনা। তবুও এ ধরণের জোড়া লাগানো শিশুকে আলাদা করা বাংলাদেশে সম্ভব। বিল্লাল হোসেন জানান, তাদের এই প্রথম সন্তান। জোড়া লাগানো দুই শিশুকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে অর্থের প্রয়োজন তা বিল্লালের পক্ষে জোগাড় করা সম্ভব নয়, তিনি বিভিন্ন কাজ করে সংসার চালান। তাই তিনি সরকারের কাছে সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS