সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, তাঁর স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এই নির্দেশ দিয়েছে। ইতোমধ্যে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএফআইইউর নির্দেশ বলা হয়েছে, মোহাম্মদ হাছান মাহমুদ, তাঁর স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়।
হাছান মাহমুদ বিদায়ী আওয়ামীলীগ সরকারের আগের মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার আগের মেয়াদে তিনি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। সর্বশেষ মেয়াদে তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হয়।
প্রবল গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। দলটির সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। ওইদিনের পর থেকে হাছান মাহমুদকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশে কোথাও আত্মগোপনে আছেন, নাকি বিদেশে পালিয়ে গেছেন সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, হাছান মাহমুদ বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply