আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনা সদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।
সেনাপ্রধান বলেন, ‘ড. ইউনূস আগামীকাল দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা কারি আগামীকাল (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে।’
এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’
দেশের নিরাপত্তা নিয়ে কোনো ব্যর্থতা থাকলে সে দায়ও নিজের কাঁধে তুলে নেন সেনাপ্রধান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply