মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠন করুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সোনার বাংলা পার্টি আজ সকাল সাড়ে ৯ টায় পার্টি’র কেন্দ্রীয় কার্যালয় ১২৩ নিউ কাকরাইল রোড, মৌবন সুপার মার্কেট, শান্তিনগর, ঢাকায় এক জরুরি সভায় অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার গঠন করার জন্য আহ্বান জানান। সোনার বাংলা পার্টি’র প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সৈয়দ হারুন—অর—রশীদ সভাপতিত্বে বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনায় সোনার বাংলা পার্টি’র নূন্যতম কর্মসূচির প্রধান কর্মসূচি নির্বাচনে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের দাবি পার্টি’র প্রতিষ্ঠা থেকেই আন্দোলন করে আসছে। কর্মসূচির অন্যতম দাবি হলো দলভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি ৯০ বি ধারা বাতিল, সর্বজনীন শিক্ষা ব্যবস্থা অর্থাৎ একমুখী শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ উন্নত করা, ২১ ফেব্রুয়ারীকে রাষ্ট্রভাষা দিবস ঘোষণা, সংবিধান সভার নির্বাচন বিষয় নিয়ে সোনার বাংলা পার্টির আন্দোলন অব্যাহত রয়েছে। কিন্তু শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে, তাহলো অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের প্রধান কে হবেন? আমরা মনে করছি যে, বাংলাদেশের রাষ্ট্রচিন্তক, রেনেসাঁস সাধক, রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক সর্বজনাব অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকারের  প্রধান করা হলে দলমত নির্বিশেষে কারো কোনো ধরনের দ্বিমত থাকবে না। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনজিও সিভিল সোসাইটি ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছে, এটাতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। সোনার বাংলা পার্টি মনে করে এখনো সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করুন এবং ছাত্র সমাজের নেতৃত্বের সঙ্গে, রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে, কৃষক—শ্রমিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে ও দেশপ্রেমিক বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে “অন্তর্বর্তীকালীন সর্বদলীয় সরকার” গঠন করার জোর দাবি জানানো হচ্ছে।

জরুরি সভায় সোনার বাংলা পার্টি’র নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার পতনের পর থেকেই আবারও লুটপাট—দখল, আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে,  তাতে করে আমরা উদ্বিগ্ন। হাসিনার পদত্যাগের পরপরই সেনাবাহিনীর প্রধান কাজ সংসদ ভবন ও গণভবন রক্ষা করা, কিন্তু সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করেনি, ফলে রাষ্ট্রের সম্পদ ধ্বংস হয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সমগ্র বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর হামলা হচ্ছে, বাড়ি—ঘর দখল হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মার্কেট, সোসাইটি, রাজনৈতিক দলের অফিস ভাঙচুর ও দখল করা হচ্ছে, এতে করে সোনার বাংলা পার্টি পুনরাবৃত্তি লক্ষ্য করছে। এমতাবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতি সোনার বাংলা পার্টির উদাত্ত আহ্বান, তোমাদেরকে জাতির সম্পদ রক্ষা করার জন্য পাহারা দিতে হবে। কোনো অপশক্তি যেন বাংলাদেশকে আবারও পরাধীন করতে না পারে।

সোনার বাংলা পার্টি’র সাধারণ সম্পাদক সৈয়দ হারুন—অর—রশীদ বলেন, আমরা শান্তির রাজনীতি করি, আমরা চাই বাংলাদেশের জানমালের নিরাপত্তা ও উন্নতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS