পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার এরই মধ্যে ভারতে পৌঁছেছে।
এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি।
সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারতের আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএসএফ সদস্যদের ওপর। যদিও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন, তবে শেখ হাসিনার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর।
পাশাপাশি, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যেন না ঘটে, সেজন্য অতিরিক্ত বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply