পর্ণ তারকাকে দেওয়া ঘুষের তথ্য ব্যাবসায়িক নথিপত্রে গোপনের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করার আবেদন মঞ্জুর করেছে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত।
ট্রাম্পের আইনজীবী দলের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারক জুয়ান মার্চান এ সিদ্ধান্ত দেন। তিনি বলেন, অন্তত আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাজা ঘোষণা স্থগিত থাকবে।
গত ৩০ মে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত। ৩৪টি অভিযোগের সবগুলোতে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ ধার্য করা হয়েছিল। এখন তা পিছিয়ে গেল। সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার দাপ্তরিক কাজের দায়িত্বের অংশ হিসেবে যেসব কাজ করেন, তার জন্য তিনি দায়মুক্তি পাবেন। সর্বোচ্চ আদালতের এই আদেশ উল্লেখ করে বিচারক জুয়ানকে একটি চিঠি লেখেন ট্রাম্পের আইনজীবীরা। তারা সাজা ঘোষণার তারিখ পেছানোর আবেদন জানান।
মঙ্গলবার এই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। নিউ ইয়র্কের আদালতের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান ট্রাম্পের আইনজীবীরা। তবে এক্ষেত্রে ট্রাম্পের আইনজীবীদের দেওয়া যুক্তি আমলে নেননি নিউ ইয়র্কের আদালত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, নির্বাচনের কয়েক মাস আগে এই রায়ের ফলে মামলার কার্যক্রমে দীর্ঘসূত্রতা শুরু হবে বলেই মনে করা হচ্ছে। আর তাতে নির্বাচনের আগে বড় কোনো ঝামেলায় পড়তে হবে না ট্রাম্পকে। প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান এই প্রার্থীর জন্য এটি স্বস্তিকর এক খবর।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply