নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে ১ তরুনী নারী যাত্রীকে রেলে যাত্রীসেবায় নিয়োজিত বেসরকারি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ৩ কর্মী মিলে গণধর্ষণের ঘটনায় রেলওয়ের যাত্রী নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ২৭ জুন দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিগত ১৫ বছরে রেলে লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে, নতুন নতুন রেলপথ, রেলস্টেশন হচ্ছে, ইঞ্জিন ও কোচ আমদানি করে নতুন রেল চালু করা হচ্ছে, রেলে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশের (জিআরপি) পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্য বৃদ্ধি হচ্ছে। কিন্তু যাত্রীসেবা ও যাত্রী নিরাপত্তা কোথায় তা নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। রাষ্ট্রের তথা যাত্রীদের টাকায় জিআরপি ও আরএনবি নামে দুটি বাহিনী পোষার পরেও চলন্ত ট্রেনে ১ জন নারী যাত্রী গণধর্ষণের ঘটনা প্রমাণ করে এসব বাহিনী যাত্রী নিরাপত্তায় কতটুকু দায়িত্বহীন ও উদাসীন। দায়িত্ব পালনে গাফেলতির জন্য কোন প্রকার জবাবদিহি না থাকায় যাত্রীরা চলন্ত ট্রেনেও নিরাপদ নন। অধিকাংশ সময়ে বিভিন্ন ট্রেনে চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রাতের বেলায় কোথাও কোথাও যাত্রীদের ডাকাতিরও ঘটনা ঘটছে। কোথাও কোথাও যাত্রীদের গলা কেটে বা ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে গনমাধ্যমে আসছে। চলন্ত ট্রেনে রেলে যাত্রী নিরাপত্তা ও যাত্রীসেবায় নিয়োজিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সবাই মিলেমিশে টিকিট বিহীন যাত্রীদের থেকে টাকা কামানোর ধান্দায় ব্যস্ত থাকে বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি, রেলে কর্মরত বেসরকারী খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ টেডিং কর্পোরেশনের ৩ তিন কর্মীর কর্তৃক তরুনী নারী যাত্রী গণধর্ষণের ঘটনায় প্রকৃত দায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। রেলে কর্মরত বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীদের গায়ে প্রতিষ্ঠানের নামও লেগো সম্বলিত পোশাক পরে দায়িত্ব পালন করা, প্রত্যেক কর্মীদের পোশাকের উপর নেইম প্লেট থাকা বাধ্যতামুলক করার দাবী জানান। একই সাথে রেলে যাত্রী নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে জোর দাবী জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply