নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ১ আসনের গনমানুষের আস্থাভাজন নেতা বিশিষ্ট শিল্পপতি এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন, সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন চুয়াডাঙ্গার পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে-খান ঈদগাহে নামাজ আদায় প্রাক্কালে সম্মানিত মুসল্লীদের সাথে কুশল বিনিময়, মাসজিদ-মাদ্রাসা-সমাজ উন্নয়ন ও বৃক্ষ রোপণ বিষয়ে আলোচনা করেন,
নামাজ আদায় শেষে দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ, খাবার ও কোরবানির গোসত বিতরণসহ নানা কার্যক্রম করা হয়। এসময় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ও করমর্দন করেন, পরে দুপুরে নিজ বাসভবন খানমহলে দুইদিন ব্যাপী চলে অসহায়দের মাঝে কুরবানীর মাংস বিতরণ ও অসহায় সহ সকলের জন্য খাবার পরিবেশন, এসময় চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও নেতাকর্মীরা আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপির নিজ বাসভবনে আসেন। এছাড়া তিনি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার আগত বিভিন্ন হতদরিদ্রের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় আলহাজ্ব এম এ রাজ্জাক খান রাজ সিআইপি বলেন
মহান দিনে আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়, যা আমাদের মধ্যে ত্যাগ ও সহমর্মিতার চেতনাকে জাগ্রত করে। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় পরস্পরের সাথে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় করার এবং সমাজের সকল স্তরের মানুষকে সহানুভূতির সঙ্গে মূল্যায়ন করার।
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার উন্নয়ন নিয়ে কথা বলতে গেলে, আমাদের মনে রাখতে হবে যে একটি জেলার উন্নয়ন তার মানুষের সম্মিলিত প্রচেষ্টার উপর নির্ভর করে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, এবং কর্মসংস্থান খাতে উন্নয়ন ঘটানো আমাদের সবার দায়িত্ব। আমাদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করতে হবে, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে, এবং সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহসহ অন্যান্য মৌলিক সুবিধাগুলোতে উন্নয়ন ঘটাতে হবে।
আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি যাতে আমাদের জেলা একটি আদর্শ জেলা হিসেবে গড়ে উঠতে পারে। পবিত্র ঈদুল আজহার শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই, মানুষের কষ্ট দূর করি এবং সবার জন্য একটি সুন্দর ও সুখী সমাজ গড়ে তুলি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply